লক্ষ্য ও উদ্দেশ্য
১. চিকিৎসা ব্যয় কমানো
২. সুচিকিৎসা নিশ্চিত করা
৩. প্রাথমিক ও জরুরি চিকিৎসা সম্পর্কে সবাইকে হাতেকলমে শেখানো
৪. চিকিৎসক ও রোগীর মাঝে সম্পর্কউন্নয়ন করা
৫. ওষুধের অপব্যবহার রোধ করা
কি কি সুবিধা পাবেন?
১. ২৪ ঘন্টা যেকোনো জরুরি সমস্যায় প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করা ও সঠিক চিকিৎসার ব্যাবস্থা করা। যাতে সেবাগ্রহীতার অবস্থার অবনতি না ঘটে তার ব্যাবস্থা করা।
২. নির্দিষ্ট সেবা কেন্দ্রে সকলধরনের পরীক্ষা-নিরীক্ষায় ছাড়ের ব্যাবস্থা করা।
৩. হোম স্যাম্পল কালেকশন এর সুবিধা।
৪. বিনামূল্যে রক্ত গ্রুপ পরীক্ষার সুবিধা।
৫. ৫০ এর বেশি সেবাদান কেন্দ্রে সেবা নেওয়ার সুবিধা
৬. ৫০০ এর অধিক চিকিৎসক এর নিকট সিরিয়াল নেয়ার সুবিধা।
৭. সাশ্রয়ী মূল্যে সারাদেশে এম্বুলেন্স সার্ভিসের সুবিধা।
কিভাবে সেবা পাবেন
১. একজন অভিজ্ঞ এম বি বি এস চিকিৎসক সবসময় সেবা গ্রহীতাকে সেবা দিবেন।
২. তিনি জটিল সমস্যাগুলো চিহ্নিত করে কন্সাল্টেন্ট চিকিৎসক ( নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত) এর কাছে প্রেরন করবেন।
৩. যদি কোন ধরনের বড় সিধান্ত বা অপারেশন বা যেকোন জটিল সমস্যা সমাধান সিনিয়র কনসালটেন্ট / অধ্যাপকগন সিদ্ধান্ত দিবেন।
সেক্ষেত্রে আমার ডক্টর -AMAR DOCTORসেবাগ্রহীতা ও বিশেষজ্ঞ চিকিৎসকগনের সাথে যোগাযোগ রক্ষা করে সেবাগ্রহীতার সেবা গ্রহণ নিশ্চিত করবেন।